পঞ্চগড়: পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-পুরুষ, শিশু সহ ২৩ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে তাদের জিডি মূলে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।
এর আগে মঙ্গলবার গভীর রাতে হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের বড়বাড়ি মেইন পিলার ৭৫৭ এর ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ২৩ জনকে পুশ-ইন করা হয়। এদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু রয়েছে।
পুশ-ইন করার পর স্থানীয়রা দেখতে পেয়ে তাদের আটক করে হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে খবর দিলে বিজিবি তাদের স্থানীয় ঘাগড়া সীমান্ত ফাঁড়ি ক্যাম্পে নিয়ে যায়। পরে বিজিবি তাদের জিডিমূলে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
তারা সবাই ভারতের বোম্বে সহ বিভিন্ন এলাকায় বাসা বাড়ি সহ শ্রমিকের কাজ করতেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বাংলানিউজকে বলেন, তিনজনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে জিডি মূলে। তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে একইসঙ্গে প্রশাসনের মাধ্যমে তাদের নিরাপদে আশ্রয় নিশ্চিত করার কাজ চলছে।
আরএইচ