ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

সারাদেশ

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, আগস্ট ১১, ২০২৫
বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে যুবক নিহত

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে আব্দুস সালাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম নাটোর জেলার সিংড়া উপজেলার খেজুরতলা আতাইকুলা গ্রামের মৃত মহর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৭টার দিকে বগুড়ার দিক থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও হেলপারসহ ছয়জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের মুত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। লাশ মর্গে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


কেইউএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।