ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

সারাদেশ

সাতক্ষীরায় জুলাই যোদ্ধাদের সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, আগস্ট ৫, ২০২৫
সাতক্ষীরায় জুলাই যোদ্ধাদের সম্মাননা

সাতক্ষীরা: সাতক্ষীরায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সাতক্ষীরা জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার মো মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফরহিম সিদ্দিক কমল, শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুন, জুলাই যোদ্ধা জিল্লুর রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সিভিল সার্জন ডা.আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, জেলা জামায়াতের সেক্রেটারি মাও. আজিজুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। আলোচনা শেষে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।