ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় মাধবদী পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, জুলাই ২৮, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায়
মাধবদী পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার মোশাররফ হোসেন প্রধান মানিক

নরসিংদী: নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২৭ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে।

সোমবার দুপুরে আদালতে তোলা হলে নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেশকাতুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নরসিংদীর কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম বলেন, গত বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে খুন হন শাওন নামে এক তরুণ। এ হত্যা মামলায় মোশারফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে মাধবদী থানা পুলিশ। এসময় তাকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। মামলার মূল নথি অন্য আসামির শুনানির জন্য জেলা জজ আদালতে মুলতবি থাকায় আজ রিমান্ড শুনানি হয়নি। পরে রিমান্ড শুনানির দিন ধার্য করে মোশারফ হোসেন প্রধান মানিককে নরসিংদী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মেশকাতুল ইসলাম।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দুটি হত্যা ও আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ চারটি মামলা ছিল। এর মধ্যে একটি থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন মোশাররফ হোসেন প্রধান মানিক।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।