ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

ধামরাইয়ে পরিবহনচাপায় বৃদ্ধা নিহত

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, জুলাই ২৭, ২০২৫
ধামরাইয়ে পরিবহনচাপায় বৃদ্ধা নিহত ফাইল ফটো

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত পরিবহনের চাপায় মহেলা (৭৪) নামে এক পথচারী বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে পুলিশ।

রোববার (২৭ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকার ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধা ধামরাই উপজেলার কেলিয়া গ্রামের আশরাফ আলীর স্ত্রী। তিনি সড়ক পারাপারের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় মহেলা নামের ওই পথচারী সড়ক পারাপারের চেষ্টা করেন। এসময় ঢাকাগামী একটি পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ওই বৃদ্ধা নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই বৃদ্ধা পথচারী ছিলেন। তার লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবহনটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।