ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

বাকেরগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামী-সৎ মেয়ে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৪, জুলাই ২৬, ২০২৫
বাকেরগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামী-সৎ মেয়ে গ্রেপ্তার পুলিশের কবজায় দুই আসামি।

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূ আসমা বেগম হত্যায় তার স্বামী ও সৎ মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।



এর আগে শুক্রবার (২৫ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলেন, গৃহবধূর স্বামী উপজেলার কলসকাঠী ইউনিয়নের মৃত ছবেদ হাওলাদারের পুত্র আবুল হোসেন হাওলাদার (৫২) ও তার প্রথম স্ত্রীর কন্যা সাকিবা আক্তার মৌসুমি (২৭)।

১৭ জুন সন্ধ্যায় নিজ ঘরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ আসমা নিহত হন।  এ ঘটনায় ১৮ জুন নিহতের ছেলে আছিম বিল্লাহ বাদী হয়ে অজ্ঞাতপরিচয়দের আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা করে।  এর পরিপ্রেক্ষিতে ২২ জুন নিহতের প্রতিবেশী মোস্তফা হাওলাদার ও শফিকুল ইসলাম নামের দুইজনকে গ্রেপ্তার করে।  

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের স্বামী আবুল হাওলাদার ও সৎ মেয়ে সাকিবা আক্তার মৌসুমীকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। আসমা হত্যাকাণ্ডের সাথে গ্রেপ্তারকৃতরা জড়িত থাকার ক্লু রয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড করা হয়েছে, সেই তথ্য এখনো জানা যায়নি। তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।  


এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।