ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

রামগড়ে সাবেক মেয়র গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, জুলাই ২৬, ২০২৫
রামগড়ে সাবেক মেয়র গ্রেপ্তার গ্রেপ্তার কাজী শাহজাহান রিপন (সংগৃহীত ছবি)

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী শাহজাহান রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রামগড় উপজেলার সোনাইপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,  স্ত্রীর দায়ের করা একটি যৌতুক মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার শাহজাহান রিপন। এছাড়া তার বিরুদ্ধে রামগড় থানায় আরও তিনটি মামলা রয়েছে। শাহজাহান রিপনকে রোববার (২৭ জুলাই) আদালতে পাঠানো হবে।

কাজী শাহজাহান রিপন রামগড় পৌরসভার দুই মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করেছেন।

এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।