ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, জুলাই ২৬, ২০২৫
জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ

লালমনিরহাটের আদিতমারীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের সময় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে আছিয়া বেগম (৮৫) নামে এক বৃদ্ধা মা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত আছিয়া ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আফার উদ্দিনের ছেলে আব্দুল জলিল ওরফে দলিলের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তার চাচাতো ভাই মৃত সোলেমান ধোন্দার ছেলে মতিয়ার রহমান গংদের। বিরোধপূর্ণ জমির পরিমাণ ৭৪ শতাংশ। এর মধ্যে ১০ শতাংশ জমিতে জলিলদের বসবাস, বাকি জমির দখলে রয়েছে মতিয়ার গংরা। বিষয়টি নিয়ে একাধিক মামলা চলমান থাকলেও সম্প্রতি আদালত মতিয়ার গংদের পক্ষে রায় দেন।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য বৈঠক অনুষ্ঠিত হলে, মানবিক বিবেচনায় জলিলের বসতির ১০ শতাংশ জমি ছেড়ে দেওয়ার প্রস্তাব ওঠে। তবে এতে মতিয়ার গংরা আপত্তি জানান। তারা জলিলকে অন্যত্র জমি দিয়ে বাড়ি সরানোর প্রস্তাব দিলেও জলিল তাতে রাজি হননি।

শনিবার সকালে মতিয়ার গংরা তাদের দখলে থাকা জমিতে হালচাষ শুরু করলে জলিলের লোকজন বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। এতে আহত হন তিনজন। সংঘর্ষ চলাকালে ছেলে জলিলকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান আছিয়া বেগম। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মতিয়ার রহমানের ছোট ভাই রেজাউল ইসলামের স্ত্রীকে আটক করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে একজন নারীকে আটক করা হয়েছে। নিহত আছিয়ার লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।