ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

সারাদেশ

বৈরী আবহাওয়া

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, জুলাই ২৫, ২০২৫
হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ সংগৃহীত ফাইল ছবি

নোয়াখালী: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ সারাদেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে হাতিয়ার উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ কারণে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল থেকেই আকাশ মেঘলা থাকায় হাতিয়ার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়। এর সঙ্গে ঝড়ো হাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে ওঠে। পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসন মাছ ধরার সব ট্রলারসহ ছোট নৌযানগুলোকেও নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে। নলচিরাঘাট এলাকায় নৌপুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ইউএনও আলাউদ্দিন আরও বলেন, শুক্রবার দুপুরের পর থেকে হাতিয়ার সঙ্গে দেশের সব ধরনের নৌযান যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সংকেত প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।  

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।