নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে পাঁচদিন সাগরে ভেসে থাকা একটি মাছধরা ট্রলারসহ ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে জেলেদের উপজেলার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেওয়া হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, ‘এফবি জামিলা’ নামে ট্রলারটি গত ১৯ জুলাই চট্টগ্রামের ফিশারিঘাট থেকে সমুদ্রে মাছ ধরতে যায়। তবে পরদিনই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। মোবাইল নেটওয়ার্ক না থাকায় জেলেরা তীরের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারেননি। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর বৃহস্পতিবার তারা নেটওয়ার্ক পেয়ে জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ নম্বরে কল করে সহায়তা চান। পরে অভিযান চালিয়ে ট্রলারটিকে হাতিয়ার পূর্বে গাংগুরিয়া চরের কাছাকাছি অবস্থান থেকে খুঁজে পায় এবং উদ্ধার করে হাতিয়া কোস্টগার্ড। এ সময় ট্রলারে থাকা একজন মাঝি অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া ট্রলারটি সূর্যমুখীঘাটে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল বলেন, উপকূলীয় এলাকায় সাগরে বিপদে পড়া জেলেদের সহায়তা করতে কোস্টগার্ড সবসময় প্রস্তুত থাকে।
এসআরএস