ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

সারাদেশ

রৌমারীতে দুপক্ষের সংঘর্ষ, নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, জুলাই ২৪, ২০২৫
রৌমারীতে দুপক্ষের সংঘর্ষ, নিহত ৩ দুপক্ষের সংঘর্ষে নিহত ৩

কুড়িগ্রামের রৌমারীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে দুই ভাইসহ এক ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের আরও ছয়জন।

তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সীমান্তঘেঁষা ভুন্দুরচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভুন্দুরচর গ্রামের মৃত গোলাম শহিদের ছেলে ফুলবাবু (৪৩), তার বড় ভাই বুলু মিয়া (৫২) ও তাদের ছোট ভাই আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৩০)।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিসাব সহকারী সোহেল রানা তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার শাহজামাল গ্রুপ ও রব্বানী পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।