ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

সারাদেশ

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, জুলাই ২৪, ২০২৫
ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ দুর্ঘটনাকবলিত দুটি বাস

ফরিদপুর: ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ফরিদপুরের করিমপুরের আবুল হোসেন পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- লোকাল বাস রিক এন্টারপ্রাইজের চালক আজিজুল হক (৬২), তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাটিকামারী গ্রামের বাসিন্দা। লোকাল বাসের যাত্রী ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা এলাকার আব্দুল কাশেম মোল্লার ছেলে আব্দুল মান্নান মোল্লা (৭৫), তিনি মাঝকান্দি পারিশা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। নিহত অপর যাত্রী মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ এলাকার বাসিন্দা রেবতি কুমার বিশ্বাসের স্ত্রী মিনতি রানী বিশ্বাস (৪২)। তবে আহতদের পরিচয় যানা যায়নি।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, সকাল ১০টার দিকে করিমপুরের আবুল হোসেন পেট্রোল পাম্পের পাশে ঢাকাগামী রয়েল পরিবহনের সঙ্গে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ওই তিন যাত্রী নিহত হন। আহত হন অন্তত ২৫ জন।   আহতদের উদ্ধার করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ঘটনাস্থল সড়কে যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

আরবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।