ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

সারাদেশ

রেললাইনে মিলল এক ব্যক্তির লাশ, নেই ট্রেনে কাটার চিহ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, জুলাই ২৩, ২০২৫
রেললাইনে মিলল এক ব্যক্তির লাশ, নেই ট্রেনে কাটার চিহ্ন গোপালগঞ্জ, ম্যানচিত্র

গোপালগঞ্জ: গোপালগঞ্জে রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর।

তার মাথায় আঘাতের চিহ্ন থাকলেও নেই ট্রেনে কাটার কোনো লক্ষণ।
 
বুধবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় রেললাইন থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, নিহত ব্যক্তির মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে রেলে কাটা পড়লে লাশে যে রকম আঘাত লাগার কথা, তেমনটি নেই।  

পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় তাকে কেউ হত্যা করে রেললাইনের ওপর লাশ ফেলে গেছে।  

গোপালগঞ্জ সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই    


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।