ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

সারাদেশ

৪ মাস আগে দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ নেতা মামলার আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, জুলাই ২১, ২০২৫
৪ মাস আগে দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ নেতা মামলার আসামি ছাত্রলীগ নেতা রোকন ফারুকী

চার মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা গেলেও মামলার আসামি করা হয়েছে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ নেতা রোকন ফারুকীকে।  

সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা হয়েছে তার নামে।

এ ঘটনায় আলোচনার ঝড় বইছে জেলাজুড়ে।  

শনিবার (১৯ জুলাই) শাহীন বাবু নামে এক ব্যক্তি বাদী হয়ে তাড়াশ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১০৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১২০-১৫০ জনকে আসামি করা হয়েছে।  

আর এই মামলার ৫৫ নম্বর আসামি করা হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি রোকন ফারুকীকে। তিনি উপজেলার তাড়াশ থানার সগুনা ইউনিয়নের হিমনগর গ্রামের মৃত আজিজ ফারুকীর ছেলে।

মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে যাওয়ার সময় হামলার শিকার হন বাদী শাহীন বাবু।  

মামলার ৫৫ নম্বর আসামি ছাত্রলীগ নেতা রোকন ফারুকী ২০২৫ সালের ২৪ মার্চ উল্লাপাড়া উপজেলার হরিণচড়া বাজার এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে। এ সংক্রান্ত একটি সংবাদ একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।  

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, শনিবার মামলাটি দায়ের করেছেন বাদী শাহীন বাবু। সেখানে রোকন ফারুকীকে আসামি করা হয়েছে। আমরা তদন্ত করে যদি মৃত কারও নাম পাই তার নাম বাদ যাবে। বাদী হয়তো ভুলেই নামটি দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।