গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় কোনো নিরীহ শান্তিপ্রিয় নাগরিক যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে জেলা বিএনপি।
সোমবার (২১ জুলাই) সকাল পৌনে ১১টায় শহরের বড়বাজার পৌর মার্কেটে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করে এ অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়েরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরএ