ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

সারাদেশ

নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষে নারী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, জুলাই ২১, ২০২৫
নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষে নারী নিহত  নরসিংদীর ম্যাপ

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল সায়দাবাদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মোমেনা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহতের পরিবারের দাবি, গুলিতে তার মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।  

নিহত মোমেনা সায়দাবাদ গ্রামের আক্তার মিয়ার স্ত্রী।

আহতরা হলেন- মহরম আলীর ছেলে নাজিমুদ্দিন (৪৫), সিয়াম (১৬), মাহিন (২০), তাজুল ইসলাম ও রানা (২০)।

স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ এবং বালুরচর এলাকার লোকজনের মধ্যে কোন্দল চলছে। এর জেরে সোমবার ভোরে বালুর চরের এরশাদ গ্রুপের লোকজন সায়দাবাদ গ্রামে এসে হঠাৎ হামলা চালান। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় সায়দাবাদ গ্রামের হানিফ মাস্টার গ্রুপের মোমেনা খাতুন নামে ওই নারী নিহত হন।  

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম অ্যান্ড অপস্) জানান, সকালে রায়পুর চরাঞ্চালে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।