সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২০ জুলাই) আখালিয়া বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আলী।
তিনি জানান, গত কয়েক দিনে শ্রীপুর, সংগ্রাম, বিছনাকান্দি (সিলেট) এবং বাংলাবাজার ও সোনালীচেলা (সুনামগঞ্জ) সীমান্ত এলাকার বিভিন্ন চোরাচালান রুটে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, আইবল ক্যান্ডি, কম্বল, চকলেট, সনপাপড়ি, সুপারি, চিনি, ফেন্সিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী বেশ কয়েকটি নৌকা জব্দ করা হয়।
অন্যদিকে, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় লামাশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে জব্দ করে ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, জিলেট ব্লেড এবং চা-পাতা।
সব মিলিয়ে জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক আরও বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
এনইউ/এমজে