ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

সারাদেশ

তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, জুলাই ২০, ২০২৫
তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারী নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছে হত্যাকারী রাজু গাজী।

রোববার (২০ জুলাই) বিকেলে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, শাহাপুর গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। এসময় আকস্মিক সে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরিফুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের।

এদিকে, শরিফুলের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাজুকে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনাস্থলে পরিদর্শন করে বলেন, তাদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

এমআরএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।