ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

সারাদেশ

মাদারীপুরে চাইনিজ কুড়ালসহ ছাত্রলীগের ২ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, জুলাই ২০, ২০২৫
মাদারীপুরে চাইনিজ কুড়ালসহ ছাত্রলীগের ২ জন আটক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী

মাদারীপুরে চাইনিজ কুড়ালসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল।

রোববার (২০ জুলাই) বেলা ১১টার দিকে জেলার সদর উপজেলার মোস্তফাপুর শাজাহান খান কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- জেলা শহরের নতুন মাদারীপুর এলাকার মামুন হাওলাদার ওরফে আলমাস হাওলাদারের ছেলে রাব্বী হাওলাদার (২২) ও একই এলাকার আরিফ হাওলাদারের ছেলে তানজিম হাওলাদার (১৯)।

জানা গেছে, বেলা ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিলেন রাব্বী নামে এক যুবক। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করে সেনাবাহিনী। এসময় তার কাছে থেকে একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। পরে আটক রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতে তানজিমকে আটক করা হয়। পরে আটক দুইজনকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

এদিকে শিবচরের কাঁঠালবাড়ীতে ছাত্রলীগের পক্ষে ঝটিকা মিছিল বের করে কতিপয় যুবক। জাতীয় পতাকা নিয়ে সংক্ষিপ্ত এ ঝটিকা মিছিল বের করে তারা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।