ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

সারাদেশ

সালাউদ্দিনকে ‘গডফাদার’ ইঙ্গিত নাসীরুদ্দীনের

কক্সবাজারে এনসিপির সভায় ভাঙচুর বিএনপি নেতা-কর্মীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, জুলাই ১৯, ২০২৫
কক্সবাজারে এনসিপির সভায় ভাঙচুর বিএনপি নেতা-কর্মীদের এনসিপির পথসভার ফেস্টুন পুড়িয়ে ফেলেন বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করে ‘গডফাদার’ মন্তব্য করায় উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার। এর জেরে ক্ষুব্ধ হয়ে সেখানে এনসিপির পথসভায় হামলা ও ভাঙচুর করেছেন বিএনপির একদল নেতা-কর্মী।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী ওই বক্তব্য দেন।

তিনি বলেন, ‘আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। ’

ফ্যাসিবাদের আমলে দীর্ঘদিন গুম থাকার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে আসামের শিলংয়ে পাওয়া যায়। গত বছরের আগস্টে ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতন ঘটলে সালাহউদ্দিন আহমদ দেশে ফেরার সুযোগ পান। তাকে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘ঘের ও জমি দখল, চাঁদাবাজি করছে—কক্সবাজারের জনতা এসব মেনে নেবে না। সংস্কারবিরোধীদের রাজপথেই প্রতিরোধ করা হবে। ’

কক্সবাজারের রাজনীতিক সালাউদ্দিনকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন জেলা বিএনপির নেতাকর্মীরা। সঙ্গে সঙ্গে সভাস্থলে ভাঙচুর চালানো হয়। এরপর কক্সবাজার শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতা-কর্মীরা।

একই সময়ে চকরিয়ায় এনসিপির সভায়ও হামলা চালায় বিএনপির একটি অংশ। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী কক্সবাজারে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে।

এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।