ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

সারাদেশ

লামায় সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, জুলাই ১৭, ২০২৫
লামায় সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত লামা উপজেলার দুর্যোগ প্রতিরোধ কমিটির মাসিক সভা

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় ছয়দিন বন্ধ থাকার পর লামা উপজেলার সব পর্যটনকেন্দ্র আজ থেকে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে লামা উপজেলার মাসিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে সভা শেষে এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ম. মঈন উদ্দিন।

চিঠিতে বলা হয়, লামা উপজেলার আবহাওয়া স্বাভাবিক থাকায় এবং উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ ১৭ জুলাই থেকে সব পর্যটনকেন্দ্র/রিসোর্ট খোলা রাখা যেতে পারে।

প্রসঙ্গত: গত ১০ জুলাই বৈরী আবহাওয়ার কারণে ভারী বর্ষণের ফলে পাহাড় ধস ও প্রাণহানির ঝুঁকি এড়াতে উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বান্দরবানের লামা উপজেলার সব পর্যটনকেন্দ্র ও রিসোর্ট বন্ধ ঘোষণা করেছিল উপজেলা প্রশাসন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।