নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিও নারায়ণগঞ্জের চাষাঢ়ায় যুবদল নেতাকর্মীদের হামলা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ঘটনা ঘটেছে।
এদিকে ভিডিওটির কমেন্ট বক্সে ভিডিওটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুমিল্লার দেবীদ্বার এলাকায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার বলে নিশ্চিত করেছেন স্থানীয় একাধিক ব্যক্তি।
রোববার (১৩ জুলাই) 'দিল্লি না ঢাকা' নামের ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রচার করা হয়।
এ সময় নারায়ণগঞ্জের চাষাড়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে বাসা থেকে তুলে নিয়ে এসে যুবদল নেতা জাহিদুল ও তার অনুসারীরা নির্মমভাবে কুপিয়ে জখম করছে বলে দাবি করা হয়। এ সময় তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান তারা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক ভাবে প্রচার করতে দেখা গেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের। ঘটনাটি নারায়ণগঞ্জের বলে দাবি করেছেন তারাও। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরাফাত সানিসহ বিভিন্ন নেতাকর্মীদের আইডি থেকে এটি শেয়ার দেন।
এদিকে ভিডিওটি প্রচারের পর পোস্টে কমেন্ট করে ভিডিওটি ফেইক বলে জানান কুমিল্লার দেবিদ্বার এলাকার একাধিক বাসিন্দা। ভিডিওটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার বলে জানান তারা।
কুমিল্লার দেবীদ্বার এলাকার আরিফুল ইসলাম জানান, এটা আমাদের দেবিদ্বারে ৪ আগস্ট ২০২৪ ছাত্রলীগ কর্তৃক ছাত্রদের ওপর হামলার ভিডিও। অযথা গুজব ছড়ানো বন্ধ করুন।
একই এলাকার আরেক প্রত্যক্ষদর্শী আনিসুজ্জামান বলেন, এটা আমাদের কুমিল্লা দেবিদ্বারে ৪ আগস্ট ছাত্রলীগ এর হামলার ভিডিও। রাজনৈতিকভাবে সংখ্যালঘু তারাই এ ধরনের অপপ্রচার চালায়।
দেবীদ্বার এলাকার নাজমুল হাসান নাহিদ জানান, এটা ৪ আগস্ট ২০২৪ সালের ঘটনা। আমার এলাকার। এ ধরনের অপপ্রচার করা থেকে বিরত থাকার আহ্বান করছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ জানান, হাসিনার আমলে আমরা এ ধরনের গুজব দেখেছি। বর্তমানে একটি পক্ষ বিএনপি, যুবদল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের শক্তির প্রতি ঈর্ষান্বিত হয়ে এ ধরনের কাজ করে যাচ্ছে। এগুলো নোংরামি, এগুলো তারাই করছে যারা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, আমাদের কাছে এমন কোন ঘটনার অভিযোগ আসেনি। ভিডিওটি ফেক হতে পারে।
এমআরপি/জেএইচ