বরিশাল: বরিশালে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ মে) সকালে বিষয়টি জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. মিলন হাওলাদার।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় বরিশালে ৫৬ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার (২৮ মে) রাতে থেমে থেমে বৃষ্টিপাত হলেও বৃহস্পতিবার সকাল থেকে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে, যা কখনও হালকা আবার কখনও মাঝারি আকারে হচ্ছে। তবে ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বরিশালসহ আশপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মিলন হাওলাদার বলেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ভারী বৃষ্টিপাতের সতর্কতার পাশাপাশি সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর আর উপকূলীয় নদী বন্দরসমূহকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, বৃষ্টির আগে তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপরে থাকলে এখন তা কিছুটা কমে ২৬ ডিগ্রির ওপরে রয়েছে। সর্বশেষ সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আর এমন আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটতে কিছুটা সময় লাগবে।
এমএস/আরবি


 
                                             
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                