ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সোলার লাইট নষ্ট, রাত হলেই সড়কে নামে অন্ধকার

আব্দুর রহমান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫২, মে ২৫, ২০২৫
সোলার লাইট নষ্ট, রাত হলেই সড়কে নামে অন্ধকার সড়কের সোলার লাইট

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রধান সড়কে বিদ্যুতের সুবিধা দিতে আড়াই বছর আগে স্থাপন করা হয় সোলার লাইট। যেগুলো আঁধার নেমে এলেই জ্বলে উঠতো আবার আলো ফুটলে নিভে যেত।

বর্তমানে এই বাতিগুলোর কোনোটা চুরি হয়ে গেছে, কোনোটা ভেঙে গেছে কিংবা নষ্ট হয়ে পড়ে আছে। এতে সন্ধ্যার পর সড়কে নেমে আসে অন্ধকার। যার কারণে ওই সড়কে চলাচলে বিঘ্ন ঘটছে পথচারীদের।  

খোঁজ নিয়ে জানা গেছে, বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরিশিরি এলাকা থেকে ঝাঞ্জাইল বাজার পর্যন্ত ১২ কিলোমিটার অন্ধকারাচ্ছন্ন রাস্তাগুলো আলোকিত করার লক্ষ্যে ২০২২ সালে বাংলাদেশ সরকার জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশান এজেন্সির (জাইকা) অর্থায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে ১০০টি সোলার লাইট স্থাপন করা হয়েছিল। এগুলো বাস্তবায়নে ছিল উপজেলা পরিষদ। কিন্তু স্থাপনের আড়াই বছরেই সেইসব লাইটের অনেকগুলোই এখন অকেজো।  

পথচারী ও স্থানীয়দের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে এসব লাইট নষ্ট হয়ে গেছে। তাদের দাবি যে-সব স্থানের লাইটগুলো অকেজো হয়ে গেছে ওইসব স্থানে নতুন করে বাতি স্থাপন করা হোক।

স্থানীয় বাসিন্দা মানিক মিয়া বলেন, লাইটগুলো লাগানোর ফলে আমাদের অনেক উপকার হয়েছিল। এই সড়কে রাতে চলা-ফেরাতে সুবিধা হয়েছিল কিন্তু এখন কিছু কিছু লাইট ভেঙে গেছে, কিছু জ্বলে না এ কারণে কোনো কোনো জায়গাতে সন্ধ্যার পরেই নেমে আসে অন্ধকার। এই গুরুত্বপূর্ণ সড়কের লাইটগুলো দ্রুত মেরামত করা প্রয়োজন।

পথচারী সালাম উদ্দিন বলেন, গভীর রাতে চলাচল করতে ভয় লাগে, তখন এ সড়কে ঘুটঘুটে অন্ধকার থাকে, আর দুর্ঘটনাও ঘটে। এ অবস্থায় আমরা আশাবাদী যত তাড়াতাড়ি সম্ভব আবারও লাইটগুলো সচল করার জন্য ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, লাইটগুলো লাগানোর কার্যক্রম উপজেলা পরিষদের বাস্তবায়নে থাকলেও রাস্তাটি সড়ক ও জনপথের আওতায় তাই তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।