ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

দুর্গাপুরে দুই গ্রুপে দ্বন্দ্ব, পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, মে ২৩, ২০২৫
দুর্গাপুরে দুই গ্রুপে দ্বন্দ্ব, পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষে নিহত ১

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির দুই গ্রুপের কোন্দল রক্তক্ষয়ী রূপ নিয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাছনগর গ্রামে।  

নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম ওরফে সফু (৪০)। তিনি স্থানীয় করাতকলে কাজ করতেন।  

জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী হামিদুর রহমান রাশেদ পোস্টার ও বিলবোর্ড পাঠালে তার সমর্থকরা সেগুলো টাঙাতে যান। এ নিয়ে দলের অপর পক্ষ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে রাত ৮টার দিকে জামাল উদ্দিনের নেতৃত্বে প্রায় ২৫-৩০টি মোটরসাইকেলে করে একদল লোক হামিদুর রহমানের গ্রামের বাড়ি ও বাজারে হামলা ও ভাঙচুর চালান। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন। এতে আহত হন অন্তত ছয়জন। নিহত শফিকুল হামিদুর রহমান রাশেদের সমর্থক।

সংঘর্ষের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। পরে শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।