নার্সিং ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছে ময়মনসিংহের ত্রিশালের মেয়ে মৌমিতা আক্তার।
তিনি ত্রিশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী এমদাদুল হক ও সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর মোছা. তাসলিমা আক্তারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, মৌমিতা শুকতারা বিদ্যানিকেতনের একজন শিক্ষার্থী। তিনি বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ শিক্ষাবর্ষে এসএসসিতে জিপিএ-৫ ও ত্রিশাল সরকারি নজরুল কলেজ থেকে মানবিক বিভাগে ২০২৪ শিক্ষাবর্ষে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়।
ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল মানুষের সেবা করার। সেই ইচ্ছা পূরণ করতে তিনি ময়মনসিংহ শহরের একটি নার্সিং কোচিং সেন্টারে ভর্তি হন। কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতীয় নার্সিং ভর্তি পরীক্ষায় সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন মৌমিতা।
মৌমিতার স্কুল শুকতারা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন বলেন, 'মৌমিতার এই অর্জনে আমরা গর্বিত। সে ছোটবেলা থেকেই পড়াশুনায় খুবই মনযোগী ছিল। তার কঠোর পরিশ্রম এবং বাবা মায়ের অবদানে আজ তার এই অর্জন। তার এই সাফল্যে আমাদের প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে। আমরা ত্রিশালবাসী তাকে নিয়ে গর্বিত।
আরএ