ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

নরসিংদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, মে ২০, ২০২৫
নরসিংদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার শিহাব সরকার

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় শিহাব সরকার (৩৮) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২০ মে) নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান নাঈম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার শিহাব নরসিংদী শহরের বৌয়াকুর এলাকার আলতাফ সরকারের ছেলে। তিনি নরসিংদী সদর আসনের সাবেক সংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরুর ভাতিজা ও শহর যুবলীগের সদস্য ছিলেন।

পুলিশ জানায়, শিহাবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৯ মে) রাতে নরসিংদী শহরের বানিয়াছল এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায়, সদর আসনের সাবেক সংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরুর ভাতিজা হওয়ার প্রভাবে আওয়ামী লীগ সরকারের আমলে শিহাব অপরাধ সাম্রাজ্য চালিয়ে গেছেন। তিনি নরসিংদী রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, মাদকদ্রব্য বিক্রিসহ একাধিক অপরাধমূলক কাজ করেছেন। তার ভয়ে স্টেশনে কেউ কথা বলতে পারতেন না। এছাড়া ব্যবসায়ী ও সাধারণ মানুষদের নির্যাতন ও হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এসআই আজিজুর রহমান নাঈম জানান, শিহাবকে গ্রেপ্তার করে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। এগুলো তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।