হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক নিজামুল হক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ মে) বিকেলে চুনারুঘাট থানা পুলিশ উপজেলা সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি উপজেলার পাইকপাড়া ইউনিয়নে ফান্দাইর গ্রামে প্রয়াত আব্দুল আউয়াল চৌধুরীর ছেলে তিনি।
নিজামুল জেলার শায়েস্তাগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগে গত ১৭ নভেম্বর দায়ের করা মামলার আসামি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বাংলানিউজকে জানান, চুনারুঘাট থানা পুলিশ নিজামুলকে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করেছে। সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, একইদিন অভিযান চালিয়ে একটি জিয়ার মামলায় আদালত থেকে ৫ বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি শায়েস্তাগঞ্জ উপজেলার মহলুলসুনাম গ্রামের প্রয়াত মেন্দী মিয়ার ছেলে কামাল মিয়াকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।
আরএ