নরসিংদী: বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, নির্বাচন নির্বাচনের জায়গায় স্থির থাকবে আর সংস্কার চলমান থাকবে। প্রয়োজনীয় সংস্কার দ্রুতই করা সম্ভব।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌরসভা বিএনপির অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন সময় মতো না হলে বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রের সু্যোগ পাবে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা লাগিয়ে দেশে বিরাজনৈতিক করণের দিকে নিয়ে যেতে পারে। কেউ কেউ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে টোপ করে দেশে আসার চিন্তা করে। আমরা আর কোনো অপশক্তিকে সুযোগ দেব না।
মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া মামুন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি মাহমুদুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি একে এম বাছেদ মোল্লা ভূট্টো, সাবেক যুগ্ম আহবায়ক সেন্টু ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলা যুবদলের আহবায়ক নাদিম মাহমুদ বায়েজীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শহীদুল্লাহ্ , উপজেলা কৃষকদলের আহবায়ক আলী আকবর, সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন উজ্জ্বল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিউদ্দিন আহমেদ করুন, পৌর কৃষকদলের আহ্বায়ক কাজল কমিশনার, সদস্য সচিব হান্নান কমিশনার, পৌর বিএনপির সদস্য আকরাম কমিশনার, উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মনির আকন্দ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ছাত্রদল নেতা মহসিন, সোহেল তানভীর ও জাহিদুল ইসলাম রাজন।
পরে উপজেলা বিএনপির উদ্যোগে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মনজুর এলাহীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৫
জেএইচ