ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরানোর ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরানোর ঘটনায় মামলা

নাটোর: নাটোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) পিটিয়ে অটোরিকশায় পায়ের নিচে ফেলে শহর ঘোরানোর ঘটনায় মামলা হয়েছে।

মামলায় নাটোর নবাব সিরাজ উদ্দ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জোবায়ের, নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক নাঈমসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে আহত ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরের বাবা খায়রুল আলম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।  
 
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ফয়সাল হোসেন কদরকে মারধরের ঘটনায় তার বাবা দুপুরে বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন। পরে বিকেলের দিকে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।  

গতকালই ঘটনাটি নজরে এলে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালায়। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।  

এ বিষয়ে জানতে নাটোর নবাব সিরাজ উদ্দ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জোবায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় ছাত্রদল কর্মীরা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, রোববার দুপুরে শহরের কানাখালি এলাকায় একটি রেস্তোরাঁয় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের এক পর্যালোচনা সভা চলছিল। এসময় ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে ধরা হয় এবং মুচলেকা নিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মারপিটের অভিযোগ সঠিক নয়।

এদিকে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার পাদানিতে ফেলে মারধর করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা কদরের পিঠে পা দিয়ে ছাত্রলীগ ছাত্রলীগ বলে মারধর করছিলেন। আর গান বাজছিল। এ নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।