ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

কাতারে বরিশাল বিভাগীয় পরিষদের বনভোজন

আনোয়ার হোসেন মামুন, কাতার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, মার্চ ২২, ২০১৬
কাতারে বরিশাল বিভাগীয় পরিষদের বনভোজন

কাতার: কাতারে বরিশাল বিভাগীয় পরিষদের বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৮ মার্চ) কাতারের রাজধানী দোহা আল হামাম দোহেল পার্কে এ বনভোজন ও সভা অনুষ্ঠিত হয়।



সংগঠনের সভাপতি শফিকুল কাদেরের সভাপতিত্বে ও উপদেষ্টা মুখলেছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কাতারে নিযুক্ত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো. মোস্তফা, শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রম প্রথম সচিব রবিউল ইসলাম, দ্বিতীয় সচিব নাজমুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলম, উপদেষ্টা জালাল আহমেদ ও আব্দুল হালিম, সহ-সভাপতি মোছাদ্দেক হোসেন, আবুল বাকের মাতবর ও আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল আহমেদ, অর্থ সম্পাদক শাহাবুদ্দিন শামু, কামাল সিকদার, মামুন হাওলাদার, বাহাদুর হাওলাদার, খায়রুল বাশার নিজাম প্রমুখ।

রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, বরিশালের গৌরবময় ঐতিহ্য রয়েছে। বাংলার বাঘখ্যাত শের-ই-বাংলা এ কে ফজলুল হক, তফাজ্জল হোসেন মানিক মিয়া, আবদুর রব সেরনিয়াবাদ, কবি জীবনানন্দ দাশ, সুফিয়া কামাল, আহসান হাবীব- বরিশালের এ কৃতি সন্তানরা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।

অনুষ্ঠানে কাতারে অবস্থিত বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতারাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।