ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুৎ সেক্টরে লাগবে ৮২ বিলিয়ন ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, এপ্রিল ৫, ২০১৮
বিদ্যুৎ সেক্টরে লাগবে ৮২ বিলিয়ন ডলার প্রতিমন্ত্রী নসরুল হামিদ (ফাইল ছবি)

ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী কয়েক বছরে বিদুৎ সেক্টরে ৮২ বিলিয়ন ডলার দরকার। তাছাড়া কয়েক মাসের মধ্যে বিদুৎ সেক্টরে বেশ আশার দিক রয়েছে। তবে বিদুৎ ও জ্বালানির মার্কেট আমাদের আরো স্মার্ট করতে হবে।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তড়িৎ প্রকৌশল বিভাগ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বহু দেশ নবায়নযোগ্য প্রযুক্তির দিকে চলে গেছে।

আমাদেরও সেদিকেই চলতে হবে।

তিনি আরো বলেন, বৈশ্বিক বাজার এখন কারও একার নয়। এটা উন্মুক্ত হচ্ছে।

ক্রস বর্ডার অ্যান্ড রিজিওনাল পাওয়ার ট্রেডিং নিয়ে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিদ্যুৎ মন্ত্রণালয় সচিব ড. আহমদ কায়কাউস, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি প্রকৌশলী আব্দুস সবুর, বিদুৎ উন্নয়ন বোর্ডের আইপিপি সেল ৩-এর পরিচালক প্রকৌশলী মাহবুবুর রহমান ও তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী রমিজ উদ্দিন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।