ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

বেগমগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, আগস্ট ২১, ২০২২
বেগমগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পাঁচ মামলার আসামি মো. হাফেজ আলাউদ্দিন নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (২১ আগস্ট) বিকেলে ৪টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের পৌর হাজীপুর গোলাবাড়িয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 
 
গ্রেফতারকৃত মো. হাফেজ আলাউদ্দিন নোয়াখালী জেলা জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত আমির।  

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকেল ৪টার দিকে জেলা বিশেষ শাখার পিএফ তালিকাভুক্ত নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আলাউদ্দিনকে তার চৌমুহনী পৌরসভার গোলাবাড়িয়ার বাসা থেকে গ্রেফতার করা হয়। তার নামে বেগমগঞ্জ ও সুধারাম থানায় পাঁচটি মামলা রয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।