ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

কৃষক দলের রাজবাড়ী ও রাজশাহী জেলার আংশিক কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, জুলাই ২৫, ২০২২
কৃষক দলের রাজবাড়ী ও রাজশাহী জেলার আংশিক কমিটি গঠন

ঢাকা: জাতীয়তাবাদী কৃষক দলের রাজবাড়ী ও রাজশাহী জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য জানান।

রাজবাড়ী জেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মো. আইউবুর রহমান (আয়ুব)-কে আহ্বায়ক, শাহ মো. আলমগীরকে যুগ্ম আহ্বায়ক ও এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব করে রাজবাড়ী জেলা শাখার তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রাজশাহী জেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক শফিকুল আলম সমাপ্তকে আহ্বায়ক ও মো. আকুল হোসেন মিঠুকে সদস্য সচিব করে রাজশাহী জেলা শাখার পনের সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল দুটি আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।