ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপি অফিসের গলিতে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, মার্চ ১, ২০২২
বিএনপি অফিসের গলিতে আগুন বিএনপি অফিসের গলিতে ধোঁয়া বেরুচ্ছে। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও হোটেল ভিক্টোরির পাশের গলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।



মঙ্গলবার (১ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হকসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা ও অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।  ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মীরা অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। তবে, তারা আগুন লাগার কোনো কারণ জানাতে পারেননি। এর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।