ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

বিস্ফোরক মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান কারাগারে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, জানুয়ারি ১৬, ২০২২
বিস্ফোরক মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান কারাগারে 

মানিকগঞ্জ: সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে হরিরামপুরের গালা ইউনিয়নে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থীর দায়ের করা বিস্ফোরক মামলায় জামিন নামঞ্জুর করে শফিক বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সেলিনা খাতুন তার রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

 

জানা যায়, মামলার বাদী, পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হাসান রাজিব হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি। রাজিবুল হাসান গত ৩ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি ঘড়োনা) চেয়ারম্যান শফিক বিশ্বাসসহ ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায়  নির্বাচনের আগে হরিরামপুর পুলিশ তিনজনকে গ্রেফতার করে।  

মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আনিছুর রহমান বাংলানিউজকে বলেন, বিস্ফোরণ মামলায় হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাসকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।