ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

মামুনুল হকের পক্ষ নিয়ে পদ হারালেন কাপ্তাই ছাত্রলীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২২, এপ্রিল ৮, ২০২১
মামুনুল হকের পক্ষ নিয়ে পদ হারালেন কাপ্তাই ছাত্রলীগ নেতা

রাঙামাটি: ফেসবুকে হেফাজতে ইসলাম নেতা মামুনুল হকের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওমর ফারুক নামের এক ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ।  

বুধবার (৭ এপ্রিল) রাতে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছেন সংগঠনটি।

অব্যাহতিপ্রাপ্ত ওমর ফারুক কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। কাপ্তাই কর্ণফুলী ডিগ্রি কলেজের সাবেক ছাত্র ওমর ফারুক বর্তমানে চট্টগ্রামে এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন সুমন এবং সাধারণ সম্পাদক এ আর লিমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অপরাধে কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুককে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে ওমর ফারুকের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।