ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

রাজনীতি

হেফাজতের হরতালের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, মার্চ ২৮, ২০২১
হেফাজতের হরতালের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ ...

খাগড়াছড়ি: হেফাজতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে জেলা ছাত্রলীগ।
 
রোববার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ বের হয়।

পরে দলীয় কার্যালয়ে হরতাল ও সহিংসতাবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।  

জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সদর আওয়ামী লীগের সভাপতি সনজিব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আজম প্রমুখ।

বক্তারা বলেন, এই হরতাল দেশের সাধারণ মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ