ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

রাজনীতি

রুহুল কবির রিজভীর স্ত্রী করোনায় আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, ডিসেম্বর ৪, ২০২০
রুহুল কবির রিজভীর স্ত্রী করোনায় আক্রান্ত

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভী করোনায় আক্রান্ত হয়েছেন।  

গত বুধবার (২ ডিসেম্বর) থেকে জ্বর ও শরীর ব্যথা অনুভব করায় করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে।

তিনি বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া তার স্ত্রীর ছোট বোন তাহমিদা আক্তারও করোনা আক্রান্ত হয়েছেন। তিনিও একই বাসায় থাকেন। রিজভী তার স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও কিছুদিন আগে হার্ট অ্যাটাক করে রিং পরানোর মাধ্যমে এনজিওপ্লাস্টি করে বর্তমানে বাসায় চিকিৎসাধীন।

শুক্রবার (৪ ডিসেম্বর) রিজভীর একান্ত সহকারী আরিফুর রহমান তুষার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ