ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

রাজনীতি

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করায় জাসদের সন্তোষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, অক্টোবর ১৩, ২০২০
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করায় জাসদের সন্তোষ

ঢাকা: ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইনের অধ্যাদেশ জারিকরায় সন্তোষ প্রকাশ ও সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) জাসদের সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ সন্তোষ প্রকাশ করেন।


 
বিবৃতিতে জাসদ নেতারা দেশের নারী আন্দোলনের দীর্ঘদিনের দাবি, মেনে নতুন আইন পাস এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ঘটনায় সন্তোষ প্রকাশ করেন।  
 
একইসঙ্গে নেতারা নতুন আইনের কঠোর প্রয়োগ এবং পুলিশকে এই আইনের প্রয়োগে সচেতন ও সংবেদনশীল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ধর্ষণসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আন্দোলন জারি রাখার জন্য দেশের বিবেকবান ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষকেও আহ্বান জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ