ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

জাপার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, অক্টোবর ৮, ২০২০
জাপার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার জাপা

ঢাকা: জাতীয় সংসদের শূন্য হওয়া সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় বনানী চেয়ারম্যান কার্যালয়ের দোতলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় বনানী কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করবেন পার্লামেন্টারি বোর্ডের আহ্বায়ক জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এছাড়াও বোর্ডের সদস্য সচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।

আগ্রহী প্রার্থীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র হ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।