ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপি করোনায় আক্রান্ত: ডা. জাফরুল্লাহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, অক্টোবর ২, ২০২০
বিএনপি করোনায় আক্রান্ত: ডা. জাফরুল্লাহ  ছবি: শাকিল

ঢাকা: বিএনপি করোনায় আক্রান্ত এবং তাদের মাঠে নামার মেরুদণ্ড নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ধর্ষণের বিরুদ্ধে গণতন্ত্র ফোরামের মানববন্ধনে একথা বলেন তিনি।

 

জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি এতটাই করোনাগ্রস্ত যে তারা রাস্তায় নামতে পারে না। বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই আমাদের জাতি চরম দুর্দশায় রয়েছে। এ থেকে মুক্তির একটাই পথ আমি দেখি, আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে।

এসময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ারও আহ্বান জানান তিনি।

মানববন্ধ‌নে গণতন্ত্র ফোরামের নেতা কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
ডিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।