ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

রাজনীতি

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে জিএম কাদেরের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, সেপ্টেম্বর ৮, ২০২০
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে জিএম কাদেরের শোক ...

ঢাকা: বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) এক শোক বার্তায় প্রয়াত মালেকা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

শোক বার্তায় জিএম কাদের বলেন, মালেকা বেগমের মৃত্যুতে বাংলাদেশ এক রত্মগর্ভা মাকে হারালো। প্রয়াত মালেকা বেগমের সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল দেশমাতৃকার স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করে আমাদের লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন। আমরা বিনম্র শ্রদ্ধা ও পরম কৃতজ্ঞতায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এবং তার মা প্রয়াত মালেকা বেগমকে স্মরণ করছি।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।