ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

করোনায় বিকল্পধারা রাজশাহী জেলা সভাপতির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, জুন ২০, ২০২০
করোনায় বিকল্পধারা রাজশাহী জেলা সভাপতির মৃত্যু

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিকল্পধারা বাংলাদেশের রাজশাহী জেলা সভাপতি এবং স্বেচ্ছাসেবক ধারা কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ড. মো. শহীদুল্লা প্রামাণিক।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৫৪ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর প্রেসসচিব জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. শহীদুল্লা প্রামাণিকের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা যৌথ শোকবার্তায় বলেন, ড. শহীদুল্লা প্রামাণিক একজন নিবেদিত নেতা ছিলেন। তার রুহের মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুন ২০, ২০২০
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।