ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

রাজনীতি

শহীদুল হক জামালের দাফন বিকেলে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, মার্চ ১৯, ২০২০
শহীদুল হক জামালের দাফন বিকেলে

ঢাকা: জাতীয় সংসদের সাবেক হুইপ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালকে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। এর আগে ঢাকা সেনানিবাসের আল্লাহু মসজিদে আসরের নামাজের পরে তার জানাজা হবে।

সকালে শহীদুল হক জামালের সাবেক এপিএস ফকির নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে তার মরদেহ নির্বাচনী এলাকা স্বরূপকাঠীতে নেওয়া, সংসদ ভবন ও রেড ক্রিসেন্ট প্রধান কার্যালয়ে জানাজা করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

শুধুমাত্র ঢাকা সেনানিবাসের আল্লাহু মসজিদে বাদ আসর জানাজার পর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

বুধবার (১৮ মার্চ) ভোর রাত ৩টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন বিএনপিদলীয় সাবেক হুইপ শহীদুল হক জামাল। পরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি প্লেনে করে তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে সেনানিবাসের পোস্ট অফিস এলাকায় তার নিজ বাসায় নিয়ে যাওয়া হয়। আসর পর্যন্ত সেখানেই মরদেহ থাকবে।

** সাবেক হুইপ শহীদুল হক জামাল আর নেই

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।