ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নির্মল, সদস্য সচিব সাচ্চু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, অক্টোবর ২৫, ২০১৯
স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নির্মল, সদস্য সচিব সাচ্চু নির্মল গুহ ও মেসবাউল হক সাচ্চু

ঢাকা: স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের সহ-সভাপতি নির্মল গুহকে। আর সংগঠনের আরেক সহ-সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চুকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

এর আগে, ক্যাসিনোকাণ্ডে স্বেচ্ছাসেবক লীগে সভাপতি মোল্লা মো. আবু কাওছারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।



এদিকে, সংগঠনের আগামী সম্মেলনের প্রস্তুতি কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক লীগে সাধারণ সম্পাদক পংকজ নাথকে (এমপি)।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এসকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ