ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

রাজনীতি

সমাবেশ করবে না ঐক্যফ্রন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২১, অক্টোবর ২১, ২০১৯
সমাবেশ করবে না ঐক্যফ্রন্ট ঐক্যফ্রন্ট এর লোগো

ঢাকা: অনুমতি না পাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার (২২ অক্টোবর) সমাবেশ করবে না জাতীয় ঐক্যফ্রন্ট। 

ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, যেহেতু পুলিশ আমাদের সমাবেশ করার অনমতি দেয়নি সে কারণে আমরা আমাদের নেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বসে এ সিদ্ধান্ত নিয়েছি।

 

পরবর্তী কর্মসূচি কী হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা সিদ্ধান্ত একটা নিয়েছি তবে সেটা পরে জানাবো।  

গত ৬ অক্টোবর বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের কর্মসূচি ঘোষণা দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২১,  ২০১৯
এমএইচ/এএ                                      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।