ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

রাজনীতি

খাগড়াছড়ি আ’লীগের সাবেক সভাপতি দোস্ত মোহাম্মদের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, অক্টোবর ১১, ২০১৯
খাগড়াছড়ি আ’লীগের সাবেক সভাপতি দোস্ত মোহাম্মদের ইন্তেকাল দোস্ত মোহাম্মদ চৌধুরী

খাগড়াছড়ি: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি দোস্ত মোহাম্মদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে তিনি জেলা শহরের এপিবিএন এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

বর্ষীয়ান এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জাতীয় পার্টির  খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার খোরশেদ আলম প্রমুখ।

দোস্ত মোহাম্মদ চৌধুরী স্ত্রী, চার ছেলে ও  দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর থেকে তিনি খাগড়াছড়ির তৎকালীন মহাকুমা আওয়ামী লীগের সভাপতি হন। টানা ২২ বছর তিনি এ পদে দ্বায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি খাগড়াছড়ির মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবেও দ্বায়িত্ব পালন করেছেন।

দোস্ত মোহাম্মদ চৌধুরীর ছোট ছেলে মো. আফতাফ উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, বাদ আছর খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ