ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

রাজনীতি

ক্যাসিনোর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১১, অক্টোবর ৬, ২০১৯
ক্যাসিনোর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ক্যাসিনোর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই, তবে সংশ্লিষ্টতা খুঁজলে বিএনপি এর দায় এড়াতে পারেনা। এর সঙ্গে জড়িত ব্যক্তি আ’লীগের হলেও অপরাধী হিসেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার (০৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া শহরে পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ক্যাসিনোর সঙ্গে যারা রাজনৈতিক সংশ্লিস্টতা খুঁজে বেড়াচ্ছেন তাদের উদ্দেশে হানিফ বলেন, এর সঙ্গে আওয়ামী লীগ-বিএনপি বা অন্যান্য দলের লোকও রয়েছে।

তবে গ্রেফতার হওয়া লোকমান খালেদা জিয়ার ঘনিষ্টজন, মির্জা আব্বাসের হাতে জিকে শামীমের উত্থান। মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপির আরো দু’একজন নেতাকে জিকে শামীম মাসোহারা দিতেন।

হানিফ বলেন, বিএনপি এসব দায় এড়াতে পারেনা। তাই যারা ক্যাসিনোর সাথে আওয়ামী লীগকে জড়াতে চান। তারা আসলে দেউলিয়া হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বলার আর কিছু খুঁজে পাচ্ছেন না।

অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, খালেদা জিয়া কারাগার থেকে বের হোক তা বিএনপির নেতারাই চান না। গত চার মাস ধরে তার আইনজীবী মুভ করেন না। বিএনপি আসলে তাকে কারাগারে রেখে মুক্তির জন্য আন্দোলনের নাটক করে একটা অপরাজনীতি করার চেষ্টা করছে।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আজগর আলীসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ