ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

সম্রাটের ফ্ল্যাট ফাঁকা, পরিবারও লাপাত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, অক্টোবর ৬, ২০১৯
সম্রাটের ফ্ল্যাট ফাঁকা, পরিবারও লাপাত্তা এই ভবনের একটি ফ্ল্যাটে থাকতেন সম্রাট

ঢাকা: ফাঁকা পড়ে আছে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের শান্তিনগরের ফ্ল্যাট। সম্রাটের পরিবার বা স্বজনদের কেউ এখন থাকছেন না ফ্ল্যাটটিতে।

রোববার (৬ অক্টোবর) রাজধানীর ১৩৮ এবং ১৩৮/১, ১৩৯ শান্তিনগরের রহমান ভিলায় গিয়ে দেখা যায় এ চিত্র।  

ভবনটির সিকিউরিটি গার্ডের ভাষ্যমতে, এখানের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন সম্রাট।

তবে প্রায় বছরখানেক ধরে তিনি নিয়মিত এখানে থাকতেন না। এরপর সেখানে থাকতেন সম্রাটের এক ভাই।  

চলতি ক্যাসিনোকাণ্ডের পর থেকে সম্রাটের ভাই এবং পরিবারের অন্য সদস্যরাও আর এ ফ্ল্যাটে থাকেন না।  

এদিকে ভবনটিকে কড়া নজরদারিতে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।  

সাংবাদিক পরিচয়ে এক নিরাপত্তাপ্রহরীর সঙ্গে কথা বলতে চাইলে গোয়েন্দাদের দেখিয়ে তিনি বলেন, ওনাদের সঙ্গে কথা বলেন। আমরা কিছু জানি না। যা তথ্য দেওয়ার ওনারা দেবেন।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ০৬,২০১৯
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।